Sunday, February 14

কানাইঘাট পৌরসভায় চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ


নিজস্ব প্রতিবেদক :
উৎসবমুখর পরিবেশে কানাইঘাট পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯ কেন্দ্রে ভোটগ্রহন শুরু হয়। শীতের সকালে সীমান্তবর্তী জনপদের ভোটাররা ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ান। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও। পুলিশ, আনসারের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি পৌর এলাকায় মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২১ জন করে পুলিশ ও আনসার এবং প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বপালন করছেন।


কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৯ হাজার ৪২৭ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৯ হাজার ৮৮০ জন ও নারী ৯ হাজার ৫৪৭ জন। ৯টি ভোটকেন্দ্রের ৫৭টি ভোটকক্ষে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়