ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম। শুক্রবার সন্ধ্যা ৭টায় অফিসার ইনচার্জের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় কালে থানার নবাগত ওসি মোঃ তাজুল ইসলাম পিপিএম বলেন সাংবাদিক, পুলিশ একে অন্যের পরিপূরক। একটি এলাকার আইন-শৃংখলার উন্নয়ন সাধন, সব ধরনের অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধ পুলিশকে তথ্য দিয়ে সাংবাদিকরা সহযোগিতা করতে পারেন। ওসি তাজুল ইসলাম আরো বলেন, এখানকার পেশাদার সাংবাদিকদের অনেক সুনাম রয়েছে আপনাদেরকে নিয়ে কানাইঘাট উপজেলাকে পুলিশি সেবার মাধ্যমে একটি শান্তিপূর্ণ জনপদ করতে চাই। এক্ষেত্রে প্রেসক্লাব নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকদের সাথে নিয়ে কানাইঘাটকে মাদক মুক্ত, অপরাধ মুক্ত করতে চাই। থানায় আসার পর ভূক্ত ভোগিরা যাতে করে কোন ধরনের হয়রানী ছাড়াই তাৎক্ষনিক আইনী সেবা পান এ জন্য আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। দালাল মুক্ত ও টাকা ছাড়াই সেবা প্রদানে আমি অঙ্গীকারবদ্ধ থাকব। মতবিনিময় কালে প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএমকে দায়িত্ব পালনে সর্বাত্মক সগযোগিতার আশ^াস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) মোঃ জাহিদুল হক, প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হান্নান, সিলেট প্রেসক্লাবের সদস্য কায়সার আহমদ, ক্লাবের বর্তমান সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সহ সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, কোষাধক্ষ্য মিছবাহুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক তাওহীদুল ইসলাম, কার্য নির্বাহী কমিটির সদস্য আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, সাংবাদিক জয়নাল আজাদ, ক্লাবের সহযোগি সদস্য মাহফুজ সিদ্দিকী, কর্মরত সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ, মাওঃ আসাদ উদ্দিন, সংবাদকর্মী কাহির আলী।
কানাইঘাট প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক :
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়