Sunday, January 3

কানাইঘাট পৌরসভার নির্বাচন ১৪ ফ্রেব্রুয়ারি


নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ নির্বাচন কমিশন চর্তুথ দফায় আগামী ১৪ ফেব্রুয়ারি দেশের ৫৬টি পৌরসভার নির্বাচনের তপশীল রবিবার ঘোষণা করেছেন। চতুর্থ দফার নির্বাচনে কানাইঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তপশীল অনুযায়ী আগামী ১৭ জানুয়ারি মনোনয়ন পত্র জমা, মনোনয়ন বাছাই ১৯ জানুয়ারি ও প্রার্থীতা প্রত্যাহার ২৬ জানুয়ারি এবং ১৭ ফেব্রুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। কানাইঘাট পৌরসভার নির্বাচন ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহন করা হবে। এদিকে নির্বাচনের তপশীল ঘোষনার পর পৌরবাসীর মধ্যে আনন্দ উদ্বীপনা বিরাজ করছে। ইতি মধ্যে নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও বিএনপির একাধিক মেয়র প্রার্থী সহ অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্রপ্রার্থীরা মাঠ পর্যায়ে নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়