সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন আসন্ন কানাইঘাট পৌরসভার নির্বাচনে বিএনপি তথা বিরোধী জোটের প্রার্থী হাজী শরীফুল হকের বিজয় নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের সকল বেধাবেধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়তে হবে। তিনি আর বলেন মানুষের ভোটের অধিকার আদায় ও গণতন্ত্র পুনঃ উদ্ধারের জন্য আন্দোলনের অংশ হিসাবে বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করেছে। আওয়ামী লীগের শাসনামলে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি যা দেশবাসী দেখেছেন। ভোটাররা নির্ভয়ে ভোট প্রদান করতে পারলে কানাইঘাট পৌরসভা নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থী শরীফুল হক বিজয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কামরুল হুদা জায়গীরদার শনিবার বিকেল ৪টায় আগামী ১৪ ফেব্রুয়ারি কানাইঘাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের আল রিয়াদ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সাংসদ আলহাজ¦ আব্দুল কাহির চৌধুরীর সভাপতিত্বে ও কানাইঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী জসিম উদ্দিনের পরিচালনায় কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, আব্দুল আহাদ খান জামাল, প্রবাসী বিএনপি নেতা ওয়েছুর রহমান। বক্তব্য রাখেন, কানাইঘাট পৌরসভার নির্বাচনে বিএনপির প্রার্থী শরীফুল হক, বিএনিপ নেতা নুরুল ইসলাম, নুরুল হোসেন বুলবুল, নজরুল ইসলাম, জলাল আহমদ @ জনি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খসরুজ্জামান, উপজেলা ছাতদলের সাবেক আহ্বায়ক রুহুল আমিন, সাবেক ছাত্রদল নেতা আরএ বাবলু সহ উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কর্মী সভা শেষে জেলা নেতৃবৃন্দ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপি সহ জোটের সমমনা দলের নেতৃবৃন্দের নিয়ে সেন্টার কমিটি গঠন করার জন্য উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করেন।
কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়