তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি কানাইঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে এবং তফসিল ঘোষণার পর থেকে নড়েচড়ে বসেছেন প্রার্থীরা। মাস দুয়েক আগে থেকেই সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নীরব প্রচারণা দেখা গেলেও তা প্রকাশ্যে রূপ নেয় তফসিল ঘোষণার পর।
পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়নপত্র বিতরণ চলছে।
রবিবার সিলেট জেলা বিএনপি'র সাবেক সভাপতি আবুল কাহের শামিমের কাছ দলীয় ফরম নিয়েছেন পৌর নির্বাচনে সম্ভ্যাব্য মেয়র পদ প্রার্থী পৌর বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুবদলের সভাপতি জাকারিয়া হাবিব।
মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সাথে উপস্তিত ছিলেন কানাইঘাট পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কানাইঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শফিক আহমেদ, উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আর.এ বাবলু, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন রশিদ মামুন, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমেদ প্রমুখ।
ধন্যবাদ প্রিয় কানাইঘাট নিউজ আপনাদের সকলকে।
ReplyDelete