সিলেটের কানাইঘাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৬জন, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১জন ও সংরক্ষিত ৩টি মহিলা ওয়ার্ডে ৯জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে গতকাল রবিবার দিনভর উৎসব মুখর পরিবেশে অনেক মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হাসনাত এর কাছে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কানাইঘাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত প্রার্থী পৌরসভার ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাজী শরীফুল হক, পৌরসভার বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত প্রার্থী মাওলানা নজির আহমদ, স্বতন্ত্র মেয়র প্রার্থী সুহেল আমিন, প্রবাসী কমিউনিটি নেতা কাওছার আহমদ। এর মধ্যে বর্তমান মেয়র নিজাম উদ্দিন জেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৯জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
আগামী ১৯ জানুয়ারি জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই করা হবে এবং ২৬ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহার পরবর্তী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।
নির্বাচন কমিশন ঘোষিত ৪র্থ ধাপে সিলেট জেলার মধ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি একমাত্র কানাইঘাট পৌসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়