কানাইঘাট নিউজ ডেস্ক :
সিলেটের ওসমানীনগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোয়ালাবাজারে এই আদালত পরিচালনা করেন ওসমানীনগর উপেজলা সহকারী কমিশনার (ভূমি) আফসানা তাছলিম।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম।
এসময় গবাদী পশুর ঔষধ বিক্রির লাইসেন্স না থাকায় ইমন টেডার্সকে ২ হাজার টাকা, বি কে এন্ড সন্সকে ৫ হাজার টাকা, সাইদুল ফার্মেসীকে ৫ হাজার টাকা ভাই ভাই মিট হাউজ নামের এক মাংস দোকানে আদালত পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে উপেজলা সহকারী কমিশনার (ভূমি) আফসানা তাছলিম বলেন, পশুর ঔষধ বিক্রির লাইসেন্স না থাকায় তিন ভেটেনারী ফার্মেসী ও মাংস বিক্রির সনদ না থাকায় একটি মাংসের দোকানের মালিককে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়