আগামী ১৪ ফেব্রুয়ারি কানাইঘাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী লুৎফুর রহমানের নৌকা মার্কার সমর্থনে নেতাকর্মীরা জোরে সুরে প্রচারনায় নেমে পড়েছেন। কানাইঘাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী লুৎফুর রহমানের প্রতীক নৌকার পক্ষে প্রচারণা করেছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির সদস্য সামসুজ্জামান বাহার। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি)
এ.কে.এম শামসুজ্জামান বাহার আল্লামা মোশাহিদ বায়মপুরী(র:) ও কানাইঘাট উপজেলা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এম.এ. রকিব মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
পরে তিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধান অতিথি'র বক্তব্য দেন।
এ সময় তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১৪ ফেব্রুয়ারি কানাইঘাট পৌরসভার নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের প্রার্থী লুৎফুর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের আহ্বান জানান ।
দলীয় কার্যালয় এবং নির্বাচনী প্রচারনায় তার সাথে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র লুৎফর রহমান, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান অাব্দুল মোমিন চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, সিলেট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ লোকমান হোসেন, সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, যুগ্ম সম্পাদক জনাব শ্রী রিংকু চক্রবর্তী, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম হারুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলিম শামীম, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক, পৌর আওয়ামী লীগের সভাপতি কে,এইচ,এম আবদুল্লাহ, সাধারণ সম্পাদক খাজা শাহিন আহমদ, উপজেলা অা.লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ (এপিপি), আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুস সাত্তার(এপিপি), দপ্তর সম্পাদক মোঃ জাকারিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক নজির উদ্দিন প্রধান, আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক আফসর উদ্দিন আহেমদ চৌধুরী,
শ্রম সম্পাদক হুসেইন আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক মাসুক আহমদ, দুবাই আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুক আহমদ রুমেল, উপজেলা সহ দপ্তর সম্পাদক জনাব মীর আব্দুল্লাহ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সামছ উদ্দিন বাবুল মহরি, সদস্য মুহিবুর রহমান, সাবেক ছাত্রলীগ আসাদ উদ্দিন, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ছোট আব্দুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জিবান, উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মোঃ আদনান, শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হারিছ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলমাস উদ্দিন, সদর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদুর রহমান মুজাই, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি এম, আফতাব উদ্দিন, সহ-সভাপতি মনির উদ্দিন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ হাসনাত, ছাত্রলীগ নেতা এমাদুর রহমান, ছাত্র নেতা তারেক আজিজ, ছাত্র নেতা রেজোয়ান কবির, ছাত্র নেতা এস,এম, কামরুল।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়