Sunday, January 3

কানাইঘাটে মাদানী পাঠাগারের শুভ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট উপজেলার বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ বাজারে মাদানী পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে  শুক্রবার(০১ জানুয়ারি)পবিত্র মাগরিবের নামাজের পর স্থানীয় সরদারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

মাদানী পাঠাগারের সভাপতি তরুণ সমাজ সেবক হাফিজ তৈয়বুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফারের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা এবাদুর রহমান, বিশেষ অতিথি’র বক্তব্য দেন মাওলানা আব্দুশ শুক্কুর, মাওলানা জাকারিয়া হেলাল, মাওলানা ইমরান চৌধুরী, ছাত্রনেতা মাওলানা গিয়াছ উদ্দিন।  পাঠাগারের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন হাফিজ মাওলান হামিদুল হক ইমদাদ। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়