কানাইঘাট পৌরসভার নির্বাচনের তপশীল ঘোষণার পর আল্লামা মোশাহিদ বায়মপুরী (রঃ) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমান।
তিনি সোমবার দুপুর ১২টায় দারুল উলূম মাদ্রাসায় উপস্থিত হয়ে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে আল্লামা মোশাহিদ বায়মপুরী কবর জিয়ারত করেন।
এ সময় মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা আলিম উদ্দিন দূর্লভপুরী, শায়খুল হাদিস মাওলানা সামছুদ্দিন দূর্লভপুরী, সহকারী শিক্ষক ক্বারী হারুনুর রশিদ চতুলী সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ জিয়ারতে শরীক হন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী লুৎফুর রহমান বলেন, দল থেকে মনোনয়ন পেতে তিনি শতভাগ আশাবাদী। যেহেতু পৌরসভার নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী হিসাবে তিনি বায়মপুরীর কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেছেন। দল থেকে তাকে মেয়র প্রার্থী হিসাবে মনোনয়ন দিলে আনুষ্ঠানিক ভাবে দলের নেতাকর্মী শুভাকাংখীদের নিয়ে নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু করবেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়