নিজস্ব প্রতিবেদক :
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কানাইঘাট জোনাল অফিসের উদ্যোগে কোম্পানির ৩ জন গ্রাহকের মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর ও এক উন্নয়ন সভা আজ রবিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কোম্পানির কানাইঘাট বাজারস্থ জোনাল অফিসে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির কানাইঘাট জোনাল অফিসের জোন প্রদান এডভোকেট আব্দুল হাই'র সভাপতিত্বে ও জনবীমার ইনচার্জ প্রভাষক সুহেল আহমদের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট নির্মলেন্দু বড়াই।
বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও সহ-সম্পাদক সাংবাদিক মাহবুবুর রশিদ। বক্তব্য দেন, কোম্পানির গ্রাহক মাস্টার নুর আহমদ, আবু তাহের, বীমাকর্মী আনোয়ারা বেগম ও সেলিনা আক্তার শেলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের বীমা জগতে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান, মরণোত্তর বীমা দাবির চেক প্রদান, পলিসির লভ্যাংশ প্রদানের মাধ্যমে কোম্পানির গ্রাহকদের মন জয় করতে সক্ষম হয়েছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন, হাজার হাজার শিক্ষিত নারী-পুরুষের কর্মসংস্থানের পথ সুগম এবং বীমা পলিসি গ্রহণের মাধ্যমে স্বনির্ভর পরিবার গঠনসহ সেবা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ন্যাশনাল লাইফ দেশবাসীর আস্থা অর্জন করেছে।
এ সময় বীমাকর্মীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার ও সুখী পরিবার গঠনে সবাইকে বীমার আওতায় আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে কোম্পানির কানাইঘাট জোনাল অফিসের ৩ জন গ্রাহকের নমিনির কাছে তাদের মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়