Wednesday, December 30

আ. লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটিতে কানাইঘাটের শামসুজ্জামান বাহার


কানাইঘাট নিউজ ডেস্ক :

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বাণিজ্য উপ কমিটি গঠণ করা হয়েছে। সোমবার(২৭) ডিসেম্বর দলীয় প্যাডে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ কমিটি প্রকাশিত হয়েছে। 

বাণিজ্য উপ কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সিলেটের কানাইঘাট উপজেলার সন্তান একেএম শামসুজ্জামান বাহার। 

কেন্দ্রীয় আওয়ামী লীগের বাণিজ্য উপ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী আকরাম উদ্দীন আহমদ। 

সদস্য সচিব হিসেবে রয়েছেন মো: সিদ্দিকুর রহমান। কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন শফিউল ইসলাম মহিউদ্দীন এমপি, সেলিমা আহমদ এমপি, শেখ ফজলে ফাহিম, জসিম উদ্দীন, মাহবুবুল আলম, একেএম জামান, মুনির হোসেন, রাশেদুল হাসান চৌধুরী রনি প্রমূখ।  

একেএম শামসুজ্জামান বাহার সিলেটের কানাইঘাট উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যান এমএ রকিবের জৈষ্ঠ সন্তান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়