নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আম্বিয়া চৌধুরী বার্ধক্য জনিত কারণে পৌরসভার বায়মপুর গ্রামস্থ তার নিজ বাড়িতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে মৃতুবরণ করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। মৃত্যুকালেতিনি স্ত্রী ৪ ছেলে,২ মেয়ে সহ অসংখ্য আতœীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রেজানা গেছে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নুরুল আম্বিয়া চৌধুরীর জানাযার নামাজ বায়মপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এদিকে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক ও জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আম্বিয়ার মৃত্যুর সংবাদএলাকায় ছড়িয়ে পড়লে তাকে দেখার জন্য বাড়িতে ভিড় জমান তার হাতে গড়া অসংখ্য ছাত্র,শিক্ষক সহসর্বস্থরের মানুষ। একজন আদর্শবান শিক্ষক হিসেবে নুরুল আম্বিয়া চৌধুরী এলাকায় সুখ্যাতিছিলো। দীর্ঘদিন ধরে তিনি নানা ধরনের রোগে ভুগছিলেন। তার বড় ছেলে একুশে টেলিভিশনের যুগ্ন-বার্তা সম্পাদক বদরুল আমিন চৌধুরী বুলবুল তার পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়