Saturday, December 26

কানাইঘাটে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে আলোচনা অনুষ্ঠিত


কানাইঘাট প্রতিনিধি :: জামিয়াতুল উলূম আল ইসলামিয়া চতুল সরুফৌদ মাদ্রাসার উদ্যােগে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে আলোচনা, দোয়া মাহফিল ও গ্রীস শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান উদ্দীনের স্বদেশ আগমন উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে।


শনিবার বিকেল ২টায় মাদ্রাসার হলরুমে মুহতামিম মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে কানাইঘাট মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ কারী হারুন রশিদের পরিচালনায় আলোচনা ও সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্যে দেন বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা  আবুল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী,
ব্রাজিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছামী কামাল, ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল, সুবেদার আফতাব উদ্দিন, এডভোকেট মামুন রশীদ, কানাইঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি কেএইচ.এম. আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকারিয়া হোসাইন, বড়চতুল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম জামিল, এডভোকেট ইয়াহইয়া, চতুল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম রুবেল প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়