Wednesday, December 30

কানাইঘাটে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের আয়োজনে এবং কানাইঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্যে নিরাপদতা শীর্ষক সেমিনার ২০২০ আজ বুধবার সকাল ১১টায় উপজেলা সম্মেল কক্ষে অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে বিভিন্ন মতামত তোলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডাঃ অভিজিৎ শর্মা, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা, সমাজ সেবা কর্মকর্তা মোঃ জিলানী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, সেনেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নূর, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা এবং ব্যবসায়ীরা। 

সেমিনারে নিরাপদ খাদ্যের উপর গুরুত্ব দিয়ে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য আমাদের সকলের প্রয়োজন। এক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি ও ক্রয় হইতে সবাইকে সাবধান থাকতে হবে। প্রতিদিনের খাবার সঠিক তাপমাত্রা রাখার পাশাপাশি নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে জনসাধারনকে নিয়ে সচেতনতা মূলক ক্যাম্পেইনের উপর গুরুত্ব দিতে হবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়