সিলেটের কানাইঘাট পৌরসভার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। পৌর মেয়র নিজাম উদ্দিনের নেতৃত্বে সূর্যদ্বয়ের সাথে সাথে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তপক অর্পন, সকাল ৮টায় আনুষ্ঠিক ভাবে পৌরসভার কার্যালয় মেয়রের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক সকাল ১০টায় বিজয় দিবসের আলোচনা সভায় মেয়র নিজাম উদ্দিন সহ পৌর কাউন্সিলরদের অংশ গ্রহন পরবর্তী পৌরসভার পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরন বাদ জোহর নয়াতালুক জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে মেয়র নিজাম উদ্দিন সহ পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সুধিজন, পৌর নাগরিকবৃন্দ অংশ গ্রহন করেন।
কানাইঘাট পৌরসভার উদ্যোগে মহান বিজয় দিবস পালন
নিজস্ব প্রতিবেদক:
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়