Saturday, December 12

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর: কানাইঘাটে সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ

 

কানাইঘাট প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের নিন্দা জানিয়ে শনিবার (১২ ডিসেম্বর) সকালে ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগান নিয়ে কানাইঘাট উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা প্রতিবাদ সভা করেছেন।   

 
প্রথমে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে সর্বস্তরের সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের নিন্দা জানিয়ে তারা বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে সকল সম্মানের উর্ধ্বে রাখতে হবে। জাতির পিতার অবমাননা হয় এমন কর্মকান্ড মেনে নেওয়া যায় না। সরকারি কর্মকর্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচার এবং  ভবিষ্যতে যাতে করে কেউ এ ধরনের দুঃসাহস দেখাতে না পারে এজন্য দেশবাসীকে সোচ্চার হতে হবে।
পরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানান উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, কানাইঘাট সার্কেলের এএসপি মোঃ আব্দুল করিম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়