নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের নিন্দা জানিয়ে আগামীকাল শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগান নিয়ে একযোগে সারা বাংলাদেশে সরকারি কর্মকর্তারা প্রতিবাদ জানাবেন। এ উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করবেন বলে জানা গেছে। যথা সময়ে সকল দপ্তরের সরকারি কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি আহ্বান জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়