নিজস্ব প্রতিবেদক :
তৃণমূল যুবলীগকে সুসংগঠিত করার লক্ষ্য কানাইঘাট পৌরসভার ৩নং ও ৮নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা শুক্রবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট উত্তর বাজারে অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা পিসি রফিক উদ্দিনের সভাপতিত্বে যুবলীগ নেতা হেলাল আহমদ হেলালী ও দেলোয়ার হোসেন রুবেলের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন তরুণ সমাজ কর্মী কানাইঘাট উপজেলা যুবলীগের সাবেক সদস্য আব্দুল্লাহ আল মুমিন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন যুবলীগ নেতা নিজাম উদ্দিন, সেলিম উদ্দিন, এনাম উদ্দিন, কামাল অাহমদ, শাহাব উদ্দিন,আবুল হাসনাত,শিহাব উদ্দিন কাকা,আবুল হুসেন,আরিয়ান আশিক,শহীদ,হারুনুর রশীদ,ছাত্রলীগ নেতা নাইম আহমদ তারিন,তোফায়েল আমিন সোহাগ,জুনেদ আহমদ,শিবলু আহমদ,তোফায়েল, খালিক,হাবিব উল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি'র বক্তব্যে আব্দুল্লাহ আল মুমিন বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে যুব সমাজকে এগিয়ে এসে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়