Wednesday, October 14

কানাইঘাটের বড়দেশ বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

 


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাট উপজেলার বড়দেশ বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন হয়েছে। বুধবার দুপুর ১২ টায় বাজারের হাজী রফিক মার্কেটের দ্বিতীয় তলায় আউটলেট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান শিকদার মোহাম্মদ শিহাব উদ্দিন।

ইসলামী ব্যাংকের কানাইঘাট শাখা প্রধান মোঃ সোলাইমানের সভাপতিত্বে ও বড়দেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেদ অাহমদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আউটলেট শাখার এজেন্ট হাজী রফিক উদ্দিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, স্থানীয় ইউপি সদস্য এবাদুর রহমান,মাওলানা সামছুল হুুদা,ডাঃইয়াকুব অালী,হাফিজ মাওলানা অাফতাব উদ্দিন,মাস্টার সৈয়দ অাহমদ। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বড়দেশ বাজারে ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং শাখা পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা চেয়েছেন আউটলেট শাখার এজেন্ট হাজী রফিক উদ্দিন ও নুরুল অালম ফারুকী। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা হুদুর রহমান।







শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়