সিলেট-তামাবিল মহাসড়কে একটি রড ভর্তি ট্রাকের সাথে অটোরিকশার(সিএনজি) ধাক্কা লেগে, কানাইঘাটের ১জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। সোমবার(১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর পাখিটিকি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট শহর থেকে একটি যাত্রিবাহী সিএনজি অটোরিকশা কানাইঘাটে ফিরছিলো । হরিপুর পাখিটিকি এলাকায় পৌঁছার পর অটোরিকশাটি যান্ত্রিক ত্রুটির কারনে আটকে থাকা রড বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে চালকসহ ৫জন যাত্রী গুরুত্বর জখম হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেওয়ার পথে বাহার বেগম নামের এক মহিলার মৃত্যু হয়। তার বাড়ি কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের জুলাই গ্রামে।
আহতরা কানাইঘাট পৌর এলাকার নন্দিরাই এলাকার বাসিন্দা বলে জানা যায়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়