Friday, October 2

কানাইঘাট ছোটদেশ নয়াবাজার নবগঠিত ব্যবসায়ী কমিটির অভিষেক সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক: 

কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ-চটিগ্রাম-নয়াবাজার নবগঠিত ব্যবসায়ী কমিটির অভিষেক অনুষ্ঠান ও সূধী সমাবেশ গত বৃহস্পতিবার রাত ৮টায় বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মেহেরপুর মাদ্রাসার শিক্ষক এলাকার মুরব্বী মাওলানা নছির উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা এমাদুর রহমানের পরিচালনায় ব্যবসায়ী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন রশিদ মামুন। প্রধান বক্তার বক্তব্য দেন দয়ামির ডিগ্রি কলেজের প্রভাষক আফসার উদ্দিন  আহমেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন, ছোটদেশ দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাও. আব্দুল্লাহ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর ডাইরেক্টর মাস্টার নুর উদ্দিন, সহকারী মাস্টার নুর উদ্দিন, ইউপি সদস্য আব্দুল গফুর, মামুন রশিদ, জালাল উদ্দিন, শামীম, সাইদুল ইসলাম। নবগঠিত ছোটদেশ-চটিগ্রাম-নয়াবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সভাপতি আবু ইছহাক পান্না, সহ সভাপতি এমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহ সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, সদস্য আব্দুর রহমান, মামুন রশিদ, ফয়ছল আহমদ, বদরুল আলম, মোঃ জাকারিয়া, গুলজার আহমদ, জয়নাল আহমদ, এমাদুর রহমান, শাহরিয়ার আহমদ, বুরহান উদ্দিন, আহমেদুল কবির মান্না, লুৎফুর রহমান।

অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, কানাইঘাট সদর ইউনিয়নের মধ্যে ছোটদেশ-চটিগ্রাম-নয়াবাজার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিন দিন এগিয়ে যাচ্ছে। বাজারের ব্যবসা বাণিজ্যের প্রসার সহ যাতে করে ক্রেতা-বিক্রেতারা বাজারে এসে নিরাপদে কেনা-কাটা করতে পারেন এজন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে নবগঠিত ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দকে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে হবে। বাজারে সব ধরনের অসামাজিক কার্যকলাপ যেমন, জোয়া, মদ-গাঁজার আসর, তাস খেলা, তীর খেলা সহ দাঁঙ্গা-হাঙ্গামা কেউ যাতে সংঘটিত করতে না পারে এজন্য সবাইকে সোচ্চার থাকতে হবে। বাজারের নিরাপত্তা রক্ষার্থে সিসি ক্যামেরা স্থাপন ও বাজারের অবকাঠামো উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ ও প্রভাষক আফসার আহেমদ চৌধুরী।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়