নিজস্ব প্রতিবেদক:
দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক দুইবারের সভাপতি এবং বিটিভির সিলেট প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, আজিজ আহমদ সেলিম সিলেটের সাংবাদিক সমাজের সর্বজন শ্রদ্বেয় একজন অভিভাবক ছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সিলেটের আত্মসামাজিক উন্নয়নে কাজ করে গিয়ে ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকরা সিলেটের একজন নির্ভিক কলম সৈনিককে হারিয়েছে যাহা সহজে পুরন হওয়ার মতো নয়।
প্রেসক্লাব নেতৃবৃন্দ তার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়