মাহবুবুর রশিদ :
সংস্কারের অভাবে বেহাল সিলেটের কানাইঘাট উপজেলার গাজী বোরহান উদ্দিন সড়কের পৌর এলাকার প্রায় ২ কিলোমিটার রাস্তা। হঠাৎ করে রাস্তাটি দেখলে মনে হবে সড়ক নয়, যেন ছোটখাটো জলাশয়! খানাখন্দে ভরা এ সড়ক দিয়ে যাতায়াত করতে পথচারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। রাস্তাটি দিয়ে যানবাহন চলা দূরের কথা, হেঁটে চলাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
মুশাহিদ সেতুর নন্দিরাই বাইপাস মোড় থেকে কানাইঘাট থানা পর্যন্ত সড়কের এমন নাজেহাল অবস্থা। সংস্কারবিহীন ওই রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। একটু বৃষ্টিতেই পানি জমে থাকে এসব গর্তে। এক একটি গর্ত যেন মৃত্যুফাঁদ! ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় কার্পেটিং উঠে এমন দশার সৃষ্টি হয়েছে। রাস্তা সংস্কারের ব্যাপারে কতৃপক্ষের উদাসীনতায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন, 'রাস্তাটির বেহাল দশা সম্পর্কে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা অচিরেই রাস্তাটির মেরামত কাজ শুরু করবে।'
কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন বলেন, 'গাজী বোরহান উদ্দিন রাস্তাটি মূলত এলজিইডির রাস্তা। কানাইঘাটবাসীর দূরবস্থা দেখে দুর্ভোগ লাঘবে আমার অনুরোধে আর আমাদের মাননীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের সহযোগিতায় সিলেটের জেলা প্রশাসক ও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাস্তাটি সংস্কার কাজের অনুমোদন পেয়েছে। আমরা রাস্তাটির গর্ত ভরাট করে ড্রেনেজ ব্যবস্থা রেখে ১৮ ফুট প্রশস্ত করে রাস্তাটির কাজ সম্পন্ন করব।'
উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ বলেন, '২০২০-২১ অর্থবছরের জরুরি মেরামত কাজের আওতায় সড়কের জন্য আমরা ১ কোটি ৪০ লাখ টাকার একটি প্রাক্কলন প্রস্তুত করেছি। জরুরি মেরামত কাজের আওতায় শিগগির প্রাক্কলনটি অনুমোদন হবে। এরপর আমরা দরপত্র আহ্বান করে কাজ শুরু করব।'
কানাইঘাট নিউজ ডটকম /১৩সেপ্টেম্বর ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়