নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় যাওয়ার পথে পতিমধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কানাইঘাটের মাহফুজ নামে এক মাদ্রাসা ছাত্র ।
শনিবার (২৯ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী এলাকার ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনায় মাহফুজ সহ অটোরিকশার অারো পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
নিহত মাহফুজ কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল মাঝপাড়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল আউয়াল এর ছেলে।
বীরদল মাঝপাড়া গ্রামের ইয়াহইয়া জানান,নিহত মাহফুজ শনিবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে গোলাপগঞ্জের ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর অাহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র মাহফুজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কানাইঘাট নিউজ ডটকম/২৯ অগাস্ট ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়