Saturday, August 22

কানাইঘাটে যুক্তরাষ্ট্র প্রবাসী জাকির চৌধুরী'র অর্থায়নে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী জাকির আহমদ চৌধুরীর নিজ অর্থায়নে অসহায় ৭০টি পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার সকাল ১০টায় চতুল বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এবং দুপুর ১২টায় চতুল ঈদগাহ বাজারে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্য 
সামগ্রী বিতরণ করা হয়। 

জাকির হোসেন চৌধুরী সেবা সংঘ কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৌলভী আলী আহমদের সভাপতিত্বে   প্রধান অতিথি ছিলেন, বড়চতুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুবশ্বির আলী (চাচাই)।

সাবেক ছাত্রনেতা লিটন দাস ও সিলেট প্রেসক্লাবের সদস্য আব্দুল্লাহ আল নোমানের যৌথ পরিচালনায় পৃথক অনুষ্টানে বক্তব্য রাখেন, জাকির হোসেন চৌধুরী সেবা সংঘ কানাইঘাট উপজেলা শাখার সহ-সভাপতি কমর উদ্দিন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সেবা সংঘের সমন্বকারী শাহাব উদ্দিন, মুহিবুল হক। এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সহ সম্পাদক মাহবুবুর রশিদ, কার্যকারী কমিটির সদস্য আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আম্বিয়া, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন, চতুল ঈদগাহ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জমির উদ্দিন, আলীম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়