ঐতিহ্যবাহী কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সিলেটের মৌলভীবাজার জেলার সাবেক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার খলিলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নেতৃবৃন্দ।
শোক জ্ঞাপন কারীরা হলেন, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি এ কে এম শামসুজ্জামান বাহার,সাধারণ সম্পাদক মো.রশিদ আহমেদ,সাংগঠনিক সম্পাদক মো.রিয়াজ উদ্দিন,ট্রেজারার মো.কামাল উদ্দিন,সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো.নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেইন সহ কমিটির সকল নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন,খলিল স্যার ছিলেন একজন অাদর্শবান শিক্ষক। তিনি শিক্ষার্থীদের নিকট ছিলেন অনুসরনীয়। স্যারের মৃত্যুতে শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কানাইঘাট নিউজ ডটকম/২৪ অগাস্ট ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়