Thursday, August 6

কানাইঘাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:  
‘মাতৃদুগ্ধ দানে সহায়তা করুন, স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২০ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ইউএসএইড ও এসএমসি এর আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১টায় সীমান্তিক ‘নতুন দিন’ এর উদ্যোগে মায়েদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নতুন দিন এর কানাইঘাট অফিসে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।
নতুন দিন এর জেলা টিম লিডার মো. আব্দুল হামিন্দের সভাপতিত্বে ও ফিল্ড সুপারভাইজার কাজী মো. জাকারিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন সি.এস ফৌজিয়া রশিদ, স্বপ্না রানী, জাহিদুর রহমান লস্কর, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুবুদ চন্দ্র দাস, এসএসিএমও হুমায়ুন রশিদ, ম্যালেরিয়া প্রজেক্টের উপজেলা ম্যানেজার আবুল কালাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন এ্যাসিটেন্ট একাউন্স অফিসার সিরাজুল ইসলাম।
সভায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, নবজাতক শিশুদের উত্তম খাদ্য হচ্ছে মায়ের দুধ, তাই শিশুদের মানসিক ভাবে সুস্থ রাখতে হলে সকল মাকে তাদের সন্তানদের বুকের দুধ খাওয়াতে হবে। আলোচনা সভা শেষে আগত সকল মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসএসিএমও হুমায়ুন রশিদ।
এ সময় শিশুদের মধ্যে শিশু খাদ্যও বিতরণ করা হয়। মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা সহ স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কানাইঘাটে এনজিও সংস্থার সীমান্তিক ও নতুন দিন প্রশংসনীয় ভূমিকা রাখায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান অনেকে।
কানাইঘাট নিউজ ডটকম/৬ অগাস্ট ২০২০    

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়