Thursday, July 2

কানাইঘাট সড়কের বাজারের হাটের ইজারা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী কানাইঘাট আহমদিয়া আলিম মাদ্রাসার ওয়াকফ ট্রাস্টের অন্তর্ভূক্ত সড়কের বাজারের হাট ইজারা প্রকাশ্যে নিলামের মাধ্যমে সম্পন্ন হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় মাদ্রাসার প্রাঙ্গনে প্রকাশ্যে ওয়াকফ ট্রাস্টের অন্তর্ভূক্ত এ বাজারে হাট ১৪২৭ বাংলার ১লা শ্রাবন হইতে ৩০ কার্তিক পর্যন্ত নিলাম প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। 

কানাইঘাট সহ আশপাশ উজেলার মোট ১২ জন দর দাতা হিসাবে নিলামে অংশ গ্রহন করেন। 

সর্বোচ্চ দর দাতা হিসাবে ভ্যাট-টেক্স সহ ৮১ লক্ষ ৬২ হাজার টাকায় দক্ষিণ জুলাই সাতপারি গ্রামের জনৈক জয়নাল আবেদীন ইজাদার হিসাবে মনোনীত হন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান নিলাম প্রক্রিয়ার সম্পন্ন করেন। এ সময় থানা পুলিশ, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছমি, সড়কের বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কানাইঘাট নিউজ ডটকম /০২ জুলাই ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়