Saturday, July 11

লোভাছড়া পাথর কোয়ারিতে ফের প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক: 
ফের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারিতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান। 

উচ্চ আদালতের নির্দেশে গত ২৩ জুন লোভাছড়া পাথর কোয়ারির সমস্ত কার্যক্রম বন্ধে আদেশ জারি করার পর এ নিয়ে কোয়ারিতে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার মেশিনারী যন্ত্রপাতি ধ্বংস করলেন নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান। 

জানা যায়, গত শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কোয়ারি এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি ফেলুডার, ৩টি স্কেভেটর, ৩টি পাথরবাহী ট্র্যাক্টর ও ৫টি পাথরবাহী বালফ্রেড জাহাজের যন্ত্রপাতি বিকল করেন নির্বাহী কর্মকর্তা। 
অভিযানে প্রায় ৪০ লক্ষ টাকার যন্ত্রপাতি ধ্বংস ও বিকল করা হয়। 

অভিযানকালে আদালতের নির্দেশ অমান্য করে পাথর পরিবহনের চেষ্টার অপরাধে তিনজনকে আঠক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মামলা দায়েরের মাধ্যমে ১ লক্ষ ৭০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা সহ কানাইঘাট থানা পুলিশের একটি দল। 

প্রসজ্ঞত যে, গত ৪ জুলাই কোয়ারীতে অভিযান চালিয়ে ট্রাস্ক ফোর্সের অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার যন্ত্রপাতি ধ্বংস করা হয়।

কানাইঘাট নিউজ ডটকম /১১ জুলাই ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়