Tuesday, July 14

কানাইঘাট হাসপাতালে জালালাবাদ ও কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র স্বাস্থ্য সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য জালালাবাদ এসোসিয়েশন ইউকে ও কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সৌজন্যে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক অক্সিজেন কন্সেনটেটর, অক্সিমিটার ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। 

সোমবার(১৪ জুলাই) বিকেল ২টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ৩টি অত্যাধুনিক অক্সিজেন কন্সেনটেটর, সাথে ১টি করে পালস অক্সিমিটার এবং ১টি হুইল চেয়ার তুলে দেয়া হয়। 

কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আসাদ উদ্দিনের সঞ্চালনায় চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান, কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম.এ হান্নান, স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ। 


উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ইকবাল হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, সিলেট বারের এপিপি আব্দুস সাত্তার, সিলেট শাবিপ্রবির কলেজ পরিদর্শক এম. তাজিম উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, সিলেট বারের আইনজীবি অ্যাড. মামুন রশিদ, অ্যাড আব্দুল খালিক, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রকাশনা সম্পাদক সারোয়ার কবির, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, পৌর কাউন্সিলর মাসুক আহমদ, বিলাল আহমদ, শাহাব উদ্দিন, আবিদুর রহমান, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, পর্তুগাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কানাইঘাট পৌর শাখার সভাপতি কয়ছর আহমদ,  প্রেসক্লাবের সহ সম্পাদক মাহবুবুর রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ অনুপ, ছাত্রলীগ নেতা এম. আফতাব উদ্দিন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।   


অত্যাধুনিক অক্সিজেন কন্সেনটেটর, অক্সিমিটার হস্তান্তরকালে নেতৃবৃন্দ বলেন, কানাইঘাটের আর্থ-সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইউকে এবং কানাইঘাটবাসীর প্রিয় সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নেতৃবৃন্দ সহযোগিতা করে আসছেন। 

করোনা দুর্যোগকালীন সময়ে এ দু’টি সংগঠন মানবতার কল্যাণে সাড়া দিয়ে করোনা রোগীদের চিকিৎসা প্রদানে ব্যবহৃত জীবন রক্ষাকারী অত্যাধুনিক এসব অক্সিজেন যন্ত্রপাতি বিতরণ করায় তারা সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

এসব যন্ত্রপাতির মাধ্যমে ২৪ ঘন্টা করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ সহ শ্বাসকষ্ট রোগীদের সহজে অক্সিজেন দেয়া যাবে এবং স্বাস্থ্য সেবায় হাসপাতালের চিকিৎসা কার্যক্রম আরো তরান্বিত হবে বলে হাসপাতালের টিএইচও ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ জানিয়েছেন।

এদিকে এই মহৎ উদ্যোগ সফল করতে যারা সহযোগিতা করেছেন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে সংগঠনের সভাপতি একেএম শামসুজ্জামান বাহার, সাধারণ সম্পাদক মো: রশিদ আহমেদ, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

কানাইঘাট নিউজ ডটকম /১৪ জুলাই  ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়