Sunday, July 5

কানাইঘাটে গৃহবধূ ধর্ষণকারী সেই আজাদ গ্রেফতার

কানাইঘাট নিউজ ডেক্সঃ
কানাইঘাটে গৃহবধু গণধর্ষণের মুলহোতা আজাদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার ভোর ৫ টার দিকে তাকে গোয়াইনঘাট উপজেলা থেকে গ্রেফতার করা হয়। 
তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার এসআই স্বপন চন্দ্র সরকার। 

এ দিকে সন্দেজনক ভাবে আজাদের আরেক সহযোগী মক্তার নামের একজনকে আটক করেছে র‌্যাব-৯। 

এ রির্পোট লেখা পর্যন্ত বাদী মামলা দায়েরের জন্য থানায় আসার পথে রয়েছে বলে জানা গেছে। 

তবে অবুঝ সন্তানের সামনে মাকে গণধর্ষণের মুলহোতা আজাদুর রহমানকে গ্রেফতার করায় গোটা কানাইঘাটের মানুষের মাঝে স্বস্তির আভাস ফিরে এসেছে। 

তারা কানাইঘাট থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম সহ পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুত্র : জনতার চোখ 
   

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়