Saturday, July 18

নিলামে উঠবে লোভানদীর দু'পাশের জব্ধকৃত পাথর

কানাইঘাট নিউজ ডেস্ক :
কানাইঘাট উপজেলার লোভা ছড়া নদীর দুপাশের জমাকৃত পাথর নিলামে তুলা হবে।
গতকাল শুক্রবার (১৭ জুলাই) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় অফিস নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। যার স্মারক নং- ২২.০২.৯১০০.৩১১.৬৩.৪৩৩.২০.৭২০।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন জানান, লোভাছড়া নদীর দুই পাশের অবৈধভাবে জব্ধকৃত পাথর উপযুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তির নিকট হতে নিলামের আহ্বান করা হয়েছে। আগামী ২১ জুলাই দুপুর ১টার মধ্যে নিলাম সিডিউল বিক্রয়ের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিনই দুপুর ২টার মধ্যে নিলাম দাখিল করতে হবে। শিডিউলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার।

নিলাম ডাকের সাথে নির্ধারিত জামানতের টাকা পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়, সিলেট বরাবরে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আকারে যে কোন তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক হতে দাখিল করার আহ্বান করা হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়