নিজস্ব প্রতিবেদক:
টানা ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকাসহ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কানাইঘাটে উপজেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিস্তীর্ণ এলাকা। এতে করে অনেক মৎস্য খামার, কয়েকশত হেক্টর আমন ধানের বীজতলা পুরোপুরিভাবে তলিয়ে গেছে।
বন্যার পানিতে নিম্নাঞ্চলের অনেক গ্রামীণ রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, অনেকের বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে। তবে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, বড় ধরনের বন্যা দেখা দেয়নি।
আজ শনিবার সুরমা নদীর পানি বিপদ সীমার ৬৮ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুরমা-লোভাসহ অন্যান্য নদ-নদীর পানি বাড়ার খবর পাওয়া গেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান বন্যা পরিস্থিতি প্রতিদিন মনিটরিং করছেন বলে জানা গেছে।
কানাইঘাট নিউজ ডটকম/১১ জুলাই ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়