Monday, July 13

কানাইঘাটে র‌্যাবের হাতে গ্রেফতার ২ অস্ত্র ব্যবসায়ী

কানাইঘাট নিউজ ডেস্ক:   
কানাইঘাট থেকে একটি বিদেশী রিভলবারসহ ২ ‘পেশাদার অস্ত্র ব্যবসায়ী’কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারকৃত দুজন হলো- উপজেলার সনাতন পুঞ্জি গ্রামের ফয়জুল হকের ছেলে নিজাম উদ্দিন (২৫) ও একই গ্রামের মতসিন আলীর ছেলে সুলতান খান।
রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র‍্যাব-৯ একটি দল অভিযান চালিয়ে উপজেলার বাউরভাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক তাদেরকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
সুত্র : সিলেট ভয়েস 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়