Tuesday, July 14

'কানাইঘাটে অবৈধ পশুর হাট বসতে দেওয়া হবে না'

নিজস্ব প্রতিবেদক : 
করোনা পরিস্থিতি বিরাজ করায় দীর্ঘদিন পর কানাইঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গত সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। 

সভায় ঈদ-উল-আযহাকে সামনে রেখে কানাইঘাট উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় গুরুত্ব দেয়া হয়। 

পাশাপাশি লোভাছড়া পাথর কোয়ারি সংক্রান্ত বিষয় সহ পৌর এলাকা ও গ্রামীণ অনেক রাস্তা দিয়ে পাথরবাহী ভারী ট্রাক চলাচলের কারনে রাস্তাগুলো ব্যবহারের  হয়ে পড়ায় এ ব্যাপারে পৌর মেয়র নিজাম উদ্দিন সহ কমিটির সদস্যরা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বাস্তব পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানান। 

সেই সাথে পৌর এলাকায় যানজট নিরসনে অবৈধভাবে পাথর মজুদ ও ডাম্পিং বন্ধ করার দাবি জানানো হয়। থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বিগত দিনের সার্বিক আইন শৃঙ্খলার পরিসংখ্যা তুলে ধরে বলেন, কিছু ঘটনা ছাড়া উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

লোভাছড়া পাথর কোয়ারি সহ ভারি ট্রাক চলাচল বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সিন্ধান্ত নেয়া হবে, সেক্ষেত্রে থানা পুলিশের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা গ্রহণের দরকার আমরা সেটা করব, এর কোন ব্যপ্তয় ঘটবে না। নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান বলেন, রাস্তা-ঘাটের ক্ষতিসাধন হবে, এ ধরনের কর্মকান্ড আমরা বন্ধ করতে চাই। পাথরবাহী ট্রাক চলাচল বন্ধে নির্দেশনা দেয়া হয়েছে। 

পৌর এলাকায় রাস্তা-ঘাটের ক্ষতি করবে এমন কর্মকান্ডে বন্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে শীঘ্রই প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে সভার মাধ্যমে পৌর এলাকার রাস্তা-ঘাট ও যেসব গ্রামীণ এলাকার সড়ক দিয়ে ভারি ট্রাক সহ যানবাহন চলাচল করছে এ ব্যাপারে সিন্ধান্ত গ্রহণ করা হবে। 

কোয়ারিতে প্রশাসনের নিয়মিত অভিযান চলছে বলেও তিনি জানান। 

এছাড়া ঈদ-উল-আযহাকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্দিষ্ট হাট ব্যাতীত অবৈধভাবে কেউ যেন গরুর হাট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীকে সবধরনের সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী সভায় বলেন, লোভাছড়া পাথর কোয়ারিতে উচ্চ আদালতের নির্দেশনা কার্যকর হচ্ছে না। কোয়ারি থেকে পাথর পরিবহন করা হচ্ছে, যার কারনে পাকা রাস্তা-ঘাটের বেহাল অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রশাসনের কাছে।  

সীমান্ত এলাকায় চোরাচালানী কর্মকান্ড বেড়ে গেছে, এটা বন্ধ করার দাবী জানান উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী।

আইন শৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

কানাইঘাট নিউজ ডটকম /১৪ জুলাই  ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়