কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাহমুদা-হক শিক্ষাবৃত্তি-২০১৯ এর বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
হয়েছে। শনিবার সকালে ছোটদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
ছোটদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাই এর সভাপত্বিতে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, দয়ামীর ডিগ্রি কলেজের প্রভাষক, রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সেক্রেটারী আফসার উদ্দিন আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোটদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল করিম, সাবেক ছাত্র নেতা শহীদুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা এমাদুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য কামারুজ জামান মাখন, সাবেক শিক্ষক আব্দুল হক। এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক বৃন্দ, শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সুন্দর ও সফলভাবে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় মাহমুদা-হক শিক্ষাবৃত্তির প্রধান পৃষ্টপোষক ডা. নাজমা আক্তার সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়