Tuesday, June 2

কানাইঘাটে করোনায় মৃত ব্যক্তির দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে করোনাভাইরাসে প্রথম মৃত ব্যক্তির নামাজের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৬নং সদর ইউনিয়নের বীরদল ছোটফৌদ গ্রামের ছোটফৌদ জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে গ্রামের কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। 

জানাযার নামাজের ইমামতি করেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির।

তার নেতৃত্বে জানাজা ও দাফন কাফনে  অংশ নেন মাওঃ আসাদ উদ্দিন,মাওঃ হারিছ উদ্দিন,মাওঃবদরুলইসলাম ফারুক মাওঃ সামছুল আলম, মাওঃজুবায়ের,মাওঃবদরুল ইসলাম রাজু ,হাফিজ বুরহান।।

মৃত ব্যক্তির নাম তৈয়ব আলী (৭৫)। তিনি উপজেলার ৬নং সদর ইউনিয়নের বীরদল ছোটফৌদ গ্রামের বাসিন্দা।


গত ২৮ মে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। একপর্যায়ে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।

আজ মঙ্গলবার (২ জুন) ভোর ৫টায় ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, কানাইঘাটে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ১ জন। এই প্রথম করোনায় আক্রান্ত কোনো রোগী মারা গেলেন।

কানাইঘাট নিউজ ডটকম/০২ জুন ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়