নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী হাজী আনোয়ার হোসেইন আর নেই।
গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার নন্দিরাই গ্রামের নিজ বাড়িতে হৃদরোগ ও ডায়াবেটিস জনিত রোগে অসুস্থ ব্যবসায়ী আনোয়ার হোসেন মারা যান(ইন্নানিল্লাহি........রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার বাদ যোহর নন্দিরাই পূর্ব মসজিদ প্রাঙ্গনে আনোয়ার হোসেনের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযা’র নামাজে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারের ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শরীক হন।
আনোয়ার হোসেনের পিতা মৃত আব্দুর রব উরফে রফই হাজী মহাজন কানাইঘাট বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।
আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বাজারে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছিলেন। এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী কানাইঘাট পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিজভীর পিতা আনোয়ার হোসেনের মৃত্যুতে শোকাহত পরিবারের গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমান, সহ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি হাজী আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম, পৌর আওয়ামী লীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক খাজা আফজাল হোসেন শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সিনিয়র সহ সভাপতি এখলাছুর রহমান, সহ সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বাজারের ইজারাদার হাজী কেরামত আলী সহ অনেকে।
কানাইঘাট নিউজ ডটকম/০৩ জুন ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়