Thursday, June 4

কানাইঘাট বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেনের মৃত্যুতে পৌর মেয়রের শোক


কানাইঘাট নিউজ ডেস্ক :
কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও এলাকার মুরব্বী হাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন। 


বুধবার সন্ধ্যা ৬ টায় এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, কানাইঘাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের নন্দীরাই গ্রামের বাসিন্দা ও কানাইঘাট বাজারের ব্যবসায়ী হাজী আনোয়ার মিয়া একজন ভালো মানুষ ছিলেন। ব্যবসা বাণিজ্য সহ সর্ব ক্ষেত্রে সমাজে তার অনেক সুনাম ছিল। 

তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিশেষে মেয়র নিজাম উদ্দিন পূর্ণরায় মরহুম হাজী আনোয়ার মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। 

উল্লেখ্য হাজী আনোয়ার মিয়া ব্যবসার পাশাপাশি একজন ক্রীড়া সংগঠক ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়