Tuesday, June 2

কানাইঘাটে করোনায় প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:   
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কানাইঘাটে প্রথম এক রোগীর মৃত্যু হয়েছে। 

সোমবার শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত তৈয়ব আলী (৭৫) মৃত্যুবরণ করেন।

তিনি উপজেলার ৬নং সদর ইউনিয়নের বীরদল ছোটফৌদ গ্রামের বাসিন্দা। গত ২৮ মে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। 

একপর্যায়ে তৈয়ব আলীর অবস্থার অবনতি হলে তাকে শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং গতকাল সোমবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এদিকে আজ বাদ আসর স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে। 

দাফন কাপনের জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকিরের নেতৃত্বে গঠিত দল সকল ধরনের প্রস্তুতি নিচ্ছেন।


কানাইঘাট নিউজ ডটকম/০২ জুন ২০২০   

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়