কানাইঘাট নিউজ ডেস্ক:
ফ্রান্সে শনিবার ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৮০ জন মারা গেছে।
এটি গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। স্বাস্থ্য কর্মকর্তারা এক ঘোষণায় এ কথা
জানান।
ফ্রান্সে এখন মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩১০ জনে, যা ইউরোপে অন্যতম সর্বোচ্চ সংখ্যা।
এদিকে দেশটিতে গত আট সপ্তাহ আগে করোনা মোকাবেলায় যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সোমবার থেকে তা কিছুটা শিথিল হতে শুরু করবে।
ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় হাসপাতালগুলোতে চাপও কমে যাচ্ছে।
মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ৯৫ হাজার ৮২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসা শেষে ৫৬ হাজার ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২২ হাজার ৬১৪ জন।
শুক্রবার নতুন করে ২৬৫ জন ভর্তি হয়েছে।
ফ্রান্সে এখন মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩১০ জনে, যা ইউরোপে অন্যতম সর্বোচ্চ সংখ্যা।
এদিকে দেশটিতে গত আট সপ্তাহ আগে করোনা মোকাবেলায় যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সোমবার থেকে তা কিছুটা শিথিল হতে শুরু করবে।
ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় হাসপাতালগুলোতে চাপও কমে যাচ্ছে।
মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ৯৫ হাজার ৮২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসা শেষে ৫৬ হাজার ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২২ হাজার ৬১৪ জন।
শুক্রবার নতুন করে ২৬৫ জন ভর্তি হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়