Thursday, May 7

'পর্তুগাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কানাইঘাট' নবগঠিত কমিটিকে বিভিন্ন মহলের অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক:
নবগঠিত পর্তুগাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কানাইঘাট পৌর কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাটের বিভিন্ন মহল। 


পৃথক পৃথক অভিনন্দন বার্তায় তারা বলেন, পর্তুগাল সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কানাইঘাটের প্রবাসীরা এলাকার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় কানাইঘাট পৌরসভা সহ আশপাশ এলাকার ইউরোপের দেশ পর্তুগালে বসবাসরত কানাইঘাটবাসীদের নিয়ে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশের মাধ্যমে বহিঃবিশ্বে কানাইঘাটের ভাবমুর্তি আরো উজ্জ্বল হবে। 

সেই সাথে নেতৃবৃন্দ নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদ ও কমিটির সভাপতি কাওছার আহমদ এবং সাধারণ সম্পাদক জাফরুল হক সহ কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 

অভিনন্দনদাতারা হলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, বাংলাদেশ ইউপি চেয়ারম্যান কেন্দ্রীয় সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য কানাইঘাট সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, সাবেক ছাত্রনেতা এড. আব্দুল খালিক, সার্ক মানবিধকার ফাউন্ডেশনের কানাইঘাট শাখার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আজমল হোসেন, কানাইঘাট আজাদ ইলেভেন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট নিউজ ও কেটিভির সম্পাদক মাহবুবুর রশিদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশিদ, শাহজালাল সাহিত্য পরিষদের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক শাহিন আহমদ, উপজেলা ছাত্রসমাজের পক্ষে এম. আখতার হোসেন, নোমান আহমদ রোমান, আব্দুর রহমান, কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন পৌর সভাপতি এম. আফতাব উদ্দিন, মানবিক বাংলাদেশ সোসাইটির পৌর সভাপতি সাংবাদিক সুজন চন্দ অনুপ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সাহিদ রাসেল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

কানাইঘাট নিউজ ডটকম/০৭ মে ২০২০


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়