নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট উপজেলা হাসপাতালের চলমান নির্মাণাধীন প্রবেশদ্বারের ছাদ ঢালাইয়ের একাংশ আজ মঙ্গলবার দুপুর ১২টায় দিকে ধ্বসে পড়ে দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
অতি নিম্নমানের কাজ করার কারণে চলমান ছাদ ঢালাইয়ের কাজ ধ্বসে পড়ায় স্থানীয় লোকজন ও ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের সামনের সড়কে বিক্ষোভ করতে থাকেন।
একপর্যায়ে বেলা দেড়টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে রাখেন।
তারা হাসপাতালের প্রবেশদ্বার পাকা গেইটের কাজের নিম্নমানের উপকরণ ব্যবহার অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিক্ষোভ করলে একপর্যায়ে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাসপাতালের টিএইচও ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ ও থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ ঘটনাস্থলে গিয়ে ছাদ ধ্বসে পড়ায় এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়ে স্থানীয় লোকজন ও ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কের অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পরে হাসপাতালের টিএইচওর কার্যালয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, টিএইচও শেখ শরফুদ্দিন নাহিদ, থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে ছাদ ধ্বসে পড়ার বিষয়টি অতি গুরুত্ব সহকারে দেখা হবে বলে সবাইকে আশ^স্থ করেন।
এ সময় বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম, আওয়ামী লীগ নেতা বদরে আলম চৌধুরী বাবু, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা আসাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. আখতার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা পর্তুগাল প্রবাসী কাওছার আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমান, সহ সভাপতি এম. আফতাব উদ্দিন, উপ-প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা দেলোয়ার।
কানাইঘাট নিউজ ডটকম/১৯ মে ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়