নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডা. উৎপেলেন্দু বিশ্বাস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১ টার দিকে তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শরফুদ্দিন নাহিদ।
কয়েকদিন আগে ডা. উৎপেলেন্দু বিশ্বাসের নমুনা সংগ্রহ করা হয় বলে জানা গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার উৎপেলেন্দু বিশ্বাস কানাইঘাটের একজন জনপ্রিয় ডাক্তার। তিনি দীর্ঘদিন থেকে হাসপাতালে কর্মরত রয়েছেন। হাসপাতালের পাশে তার নিজস্ব চেম্বার রয়েছে। প্রচুর রোগী তার কাছে সেবা নিতে আসেন।
করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই ডা. উৎপেলেন্দু বিশ্বাস স্বাস্থ্য বিধি মেনে হাসপাতাল ও নিজস্ব চেম্বারে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। বর্তমানে তিনি নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ডা. উৎপেলেন্দু নিয়ে এ পর্যন্ত কানাইঘাট উপজেলায় ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত ফারুক আহমদের পুণরায় নমুনা সংগ্রহের রিপোর্ট নেগেটিভ এসেছে, তিনি সুস্থ আছেন।
কানাইঘাট নিউজ ডটকম/২০ মে ২০২০
খবর বিভাগঃ
coronavirus
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়