Saturday, May 2

করোনা: ওসমানীতে শনাক্ত ৯ জনই সিলেট জেলার

কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা্য় শুক্রবার শনাক্ত হওয়া ১৬ জন করোনা রোগীর মধ্যে ৯ জনই সিলেট জেলার। বাকীদের মধ্যে ৬ জন হবিগঞ্জের এবং একজন সুনামগঞ্জের। তবে এদিন মৌলভীবাজারের কোনও রোগীর করোনা পজিটিভ আসেনি।
শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।
একই দিনে ঢাকায় ল্যাবে পরীক্ষায় সিলেট বিভাগের আরও ৯৯ জন রোগী শনাক্ত হন। তবে তাদের মধ্যে কোন জেলায় কতজন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ডা. আনিসুর।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২২৬ জন।
ওসমানীর ল্যাবে পরীক্ষায় আরও ১৬ জন শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে শুক্রবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, শুক্রবার মোট ১৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬টি পজিটিভ আসে।
এদিকে ঢাকায় ঢাকায় ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে পাঠানো সিলেট বিভাগের নমুনাগুলোর রিপোর্ট আসে শুক্রবার। ঢাকায় পাঠানো এক হাজার নমুনার মধ্যে ৯৯ জনের পজিটিভ পাওয়া যায়। ফলে একদিনেই সিলেট বিভাগের ১১৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন।
বিভাগের অন্য তিন জেলা থেকে ঢাকায় পাঠানো নমুনা হতে শনাক্ত হওয়া ২১ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে হবিগঞ্জের ১২ জন, মৌলভীবাজারে ৫ জন ও সুনামগঞ্জে ৪ জন রয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে হবিগঞ্জের আরও ১২ জন রয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে বানিয়াচংয়ে ১ জন, বাহুবলে ১ জন, চুনারুঘাটে ১ জন, মাধবপুরে ৩ জন, নবীগঞ্জে ৫ জন ও সদরে ১ জন। এর মধ্যে পুরুষ ১০ জন, নারী ২ জন। আক্রান্তদের বয়স ১৪ থেকে ৫১ বছরের মধ্যে।
তবে ঢাকার ল্যাবে শনাক্ত বাকী ৭৮ জনের মধ্যে কোন জেলায় কতজন তা নিশ্চিতের কাজ চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়