Thursday, May 7

কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে অসহায়দের মাঝে পলাশের ত্রাণ বিতরণ


 
নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের অসহায় খেটে খাওয়া মানুষদের মাঝে সুহাদা-মেহেদী স্মৃতি পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতবাঁক ইউপি’র সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ।

বৃহস্পতিবার সকাল ১১ টায় লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি কমপ্লেক্সে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন সুহাদা-মেহেদী স্মৃতি পরিষদের চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ।

এসময় উপস্তিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান,সহ-সভাপতি জামাল উদ্দিন, ফারুক আহমদ চৌধুরী, সদস্য আব্দুল লতিফ, ইকবাল আহমদ, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন মেম্বার, সাবেক সভাপতি ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন প্রমূখ।

জানা যায়, আলহাজ মস্তাক আহমদ পলাশ “সুহাদা-মেহেদী” স্মৃতি পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে উপজেলার পৌরসভা সহ ৯ টি ইউনিয়নের প্রায় সাড়ে ৩ হাজার অসহায় পরিবারের হাতে গোপনে ও প্রকাশ্যে নিত্য প্রয়োজনীয় ত্রান সামগ্রী পৌছে দিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়