Thursday, May 28

কানাইঘাটে করোনায় নতুন আক্রান্ত ৮, মোট ৩১

নিজস্ব প্রতিবেদক:   

কানাইঘাটে আরও ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১ জনে।
নতুন করে কানাইঘাট হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ শরফ উদ্দিন নাহিদ ও তার স্ত্রী আয়শা আক্তারসহ উপজেলায় মোট ৮ জন করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ১১ টায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্যটি নিশ্চিত করেছে।


কানাইঘাটে নতুন আক্রান্ত ৮ জনের মধ্যে রয়েছেন- ডা.শেখ শরফ উদ্দিন  নাহিদ এবং তাঁর স্ত্রী আয়শা আক্তার,নিজ চাউরা দক্ষিণ গ্রামের মিঠু দাস (২৬), পৌরসভার ডালাইচর গ্রামের মোহাম্মদ মামুন রশিদ(২৮) একই গ্রামের আলি হোসেন (২৩),দলকিরাই গ্রামের জুবেল আহমদ (২৪),পৌরসভার উত্তর দলইমাটি গ্রামের
সারোয়ার জাহান (২৭),সদর ইউনিয়নের বীরদলের  তৈয়ব আলী (৭৫)।
কানাইঘাট নিউজ ডটকম/২৮ মে ২০২০   

শেয়ার করুন

1 comment:

  1. আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ (২০),উত্তর দলইরমাটি ৫নং ওয়ার্ড
    আমি করোনা ভাইরাসে আক্রান্ত।

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়