Wednesday, May 6

সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে দরিদ্র শিক্ষার্থীদের পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করলেন তাজিম


নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের হতদরিদ্র শিক্ষার্থীদের পরিবারের মাঝে নিজ অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করেছেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও শাবিপ্রবির কলেজ পরিদর্শক এসসি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এম. তাজিম উদ্দিন। আজ বুধবার বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৭৫ জন শিক্ষার্থীদের পরিবারের মধ্যে চাল সহ নানা প্রকার খাদ্য সামগ্রী সহায়তা করেন এম তাজিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, দিঘীরপার ইউনিয়নের চেয়ারম্যান স্কুল ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য আলী হোসেন কাজল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সড়কের বাজার উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, সহকারী শিক্ষক আব্দুন নুর, আব্দুল লতিফ, স্কুল পরিচালনা কমিটির সদস্য সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মস্তফা রাসেল, মাওঃ আতিক হাসান, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ প্রমুখ।

কানাইঘাট নিউজ ডটকম /০৬ মে ২০২০


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়