কানাইঘাটে সুহাদা-মেহেদী স্মৃতি পরিষদের উদ্যোগে কর্মহীন বেকার শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় পয়েন্ট, শ্রীপুর টুক, গাছবাড়ী উত্তর বাজার, দক্ষিণ বাজার, শহর উল্লাহ মার্কেট, রাজাগঞ্জ ইউনিয়ন অফিসে মাছ ব্যবসায়ী, রিক্সা চালক, সিএনজি অটোরিক্সা চালকদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ, রাজাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইকবাল আহমদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান। উল্লেখ্য, সুহাদা-মেহেদী স্মৃতি পরিষদের চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের পক্ষ থেকে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
কানাইঘাট নিউজ ডটকম / ১৯ মে ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়